শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জে বাইসাইকেল পেয়েছেন ১৬ টি শিক্ষার্থী ও হুইল চেয়ার ১৩ টি প্রতিবন্ধী’রা বৃহস্পতিবার (১৩ ই জুলাই) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের ১৬ টি বাইসাইকেল ও প্রতিবন্ধীদের জন্য ১৩ টি হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তিনি বলেন “বঙ্গবন্ধুর গড়া স্বাধীন দেশের নাগরিক আমরা,স্বাধীন দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন-আমাদের পরিবর্তন দরকার,তিনি তা করেছেন,ডিজিটাল বাংলাদেশ হয়েছে,এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তিনি আরো বলেন” শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে, লেখাপড়া না করলে জীবনটা অবসান হয়ে যাবে।বাল্যবিবাহকে না বলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বাইসাইকেল ও হুইল চেয়ার পেয়ে তাদের আনন্দের অনুভূতি ব্যক্ত করেন।
Leave a Reply