নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ঘেরে মৎস্য উৎপাদনকারীগনের ৩দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি বক্তব্যে বলেন সরকার কৃষিখাতে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অথনীতিতে দেশের কৃষককূল বেশি অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ। ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ আসমা-উল-হুসনা। উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে ঘেরের আইলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষনে অংশগ্রহন করেন উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১’শ’ ২০ জনকে প্রশিক্ষন প্রদান করা হবে।
Leave a Reply