কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় ১নং কৃষ্ণনগর ইউনিয়নে মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে পরিষদ এর ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১শে মার্চ) সকাল ১০টায় পরিষদ এর হলরুমে অনুষ্ঠিত হয়। মিশন মহিলা উন্নয়ন সংস্থা চেয়ারপারসন ছকিনা খাতুন এর সভাপতিত্বে ও মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্পের পরিচালক শেখ আব্দুল্লাহ’র সঞ্চলনায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য ও ১নং কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোছাঃ সাফিয়া পারভীন তিনি বক্তব্যে বলেন” মিশন মহিলা উন্নয়ন সংস্থা দুর্যোগ ব্যবস্থাপণা কার্যক্রম ও ত্রান বিতরন, মিশন মহিলা উন্নয়ন সংস্থা মানব সেবায় সর্বদা ও বাল্যবিবাহ, যৌতুক,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহিংসতা বা ধর্ষণের মত ভয়ংকর ঘটনা মানুষকে মানসিক সামাজিক ভাবে বিপর্যস্ত করে ফেলে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তাদের পরিবারের ও আপন জনদের সহায়তা ও অনুপ্রেরণা। আসুন আমরা ধর্ষণ ও সহিংসতার শিকার মানুষটির পাশে দাড়াই ও তাকে সাহস যোগাই আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার চেষ্টা করি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রধান ছকিনা পারভীন বক্তব্য বলেন”বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা জেলার অন্তর্গত কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলা সুন্দরবনের নিকটবর্তী একটি দূর্যোগ ঝুকিপূর্ণ উপকূলীয় অঞ্চল।
এই এলাকা প্রাকৃতিক ধ্বংশলীলার প্রধান কেন্দ্র, যেখানে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, নদীভাঙন,বণ্যা এবং জলাবদ্ধতার মত দূর্যোগ নিত্য লেগে আছে। তাই সামাজিক চিত্র সম্পূর্ণ ভীন্ন। জনসংখ্যার অধিকাংশই অধিকাংশই বেকার, দরিদ্র, শোষিত, নিপীড়িত এবং সহিংসতার শিকার।
বিশেষ করে দূর্যোগের মুহূর্তে মনুষের জান ও মাল রক্ষার জন্য স্ব-উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মকান্ড পরিচালনা করে আসছে। ঘূর্ণিঝড়, বন্যা, মৌসূমী ঝড়, জ্বলোচ্ছাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কবার্তা প্রচার, আশ্রয়কেন্দ্র নির্ধারন, মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানন্তর, ত্রান বিতরন, চিকিৎসা ব্যবস্থা প্রদাণ এবং দুর্যোগ পরবর্তি ব্যবস্থাপণা তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয় কারী-চঅজ শাহ ইলিয়াস,সহকারী প্রকল্প সমন্বয়কারী-চঅজ নুরুল হক,আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হুসাইন শেখ, ইউছুফ আলী, সাইফুর রহমান, জি.এম.জবেদ আলী, ফজলুল হক, নূর হোসেন,জামাল ফারুক
রুহুল কুদ্দুস গাজী,আব্দুল গফফার,ইউপি সদস্যা রাশিদা খলিল,সাজিদা খাতুন, নাদিরা পারভীন ও উদ্যোক্তা গোবিন্দ ঘোষ প্রমুখ।
Leave a Reply