কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক-সম্প্রীতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন-কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসন্ন হিন্দুসস্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজাকে সামনে রেখে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন- স্বাধীনতা পরবর্তি কলারোয়া উপজেলার কোথাও কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে ব্যঘাত সৃষ্টি হওয়ার নজির নাই এবং আগামীতেও কোন প্রতিবন্ধকতা হবে না। ইতোমধ্যে সম্প্রীতি -সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা, সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে বিদ্যমান, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে ‘সামাজিক-সম্প্রীতি নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।
Leave a Reply