আলম হোসেন কলারোয়া: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর, সদ্য অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন। সমবায়ীদের মধ্যে তবিবর রহমান ও মনোয়ারা বেগম বক্তব্য রাখেন। শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ঝিকরা সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেন, কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান, কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, কাজিরহাট আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা কেন্দ্রীয সমবায় এসোসিয়েশন লিঃ (বিআরডিবি) এর সভাপতি আব্দুল গফুরকে ক্রেস্ট প্রদান করা হয়। সমবায়ী আবুল কালাম আজাদ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Leave a Reply