1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে স্কুলপড়ুয়া শিশুরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন📰সাতক্ষীরায় বিএনপির নেতা নাসিম ফারুক খান মিঠুর বহিস্কারাদেশ প্রত্যাহারে পৌর স্বেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা📰সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ📰আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ📰নতুন এসপিকে ক্রিকেট আম্পায়ার্স কমিটির শুভেচ্ছা

কলারোয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে স্কুলপড়ুয়া শিশুরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কলারোয়ায় কিশোর গ্যাংয়ের তৎপরতায় এবার স্কুলপড়ুয়া শিশুরা নেশার জগতে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। টিফিনের টাকায় কাশির সিরাপ ও ঘুমের বড়ি কিনে নেশা করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা গেছে, শিশু, কিশোর, তরুণরা বয়স্ক মানুষের কাছে স্বাচ্ছন্দ বোধ করেনা। স্বাচ্ছন্দ বোধ করেনা বলে বয়স্ক মানুষের পক্ষে কিশোর তরুণদের নেশার জগতে ভেড়ানো অসম্ভব। আবার বয়স্ক মানুষ কিশোর তরুণদের সংগে মিশতে যাওয়া দৃষ্টিকটু ও সন্দেহজনক। বয়স্ক মানুষের পক্ষে মাদক নিয়ে দৌড়াদৌড়ি দুরূহ। তাই মাদক ব্যবসায়ীরা অভাবগ্রস্ত পরিবারের কিশোর ও তরুণদের নিয়ে মাদক বাহিনী গড়ে তুলেছে। এই কিশোর গ্যাংয়ের মাদক বাহিনী ধণাঢ্য পরিবারের শিশু কিশোরদের নেশার জগতে টেনে আনছে। কলারোয়ার গ্রামগঞ্জের বাজারগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে মাদক কারবারিদের কিশোর গ্যাং। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং নেশা করে, সিগারেট ফুকে রাস্তাঘাটে স্কুল কলেজ পড়ুয়া কিশোর কিশোরী তরুণ তরুণীদের পিছে লেগে, কারো সঙ্গে বন্ধুত্ব করতে অথবা কারো বিরক্ত করতে থাকে। অনেকের সংগে বন্ধুত্ব হওয়ার সুবাদে কিশোর গ্যাং নিরীহ কিশোর কিশোরীর সর্দি কাসির সুযোগ নিয়ে হাতে তুলে দিচ্ছে অটোসিলসহ নানা কাশির ওষুধ। এরপরে ক্রমান্বয়ে ঘুমের ওষুধ। পরে তারা গাজা, ইয়াবা, ফেন্সিডিলসহ নানা নেশায় জড়িয়ে পড়ছে। এভাবে কিশোর গ্যাংয়ের তৎপরতায় এলাকায় নেশাখোরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মহল্লায় পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ছে নেশাখোর। সীমান্তের সোনাবাড়িয়া, চান্দুড়িয়া, গয়ড়া, ভাদিয়ালী, বালিয়াডাঙ্গা বাজারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম চরমে পৌছেছে। এদের কারণে এলাকায় নানা প্রকার অপরাধ ও অনৈতিক কর্মকা- বৃদ্ধি পাচ্ছে। গত ১ নভেম্বর এক ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরে অসময়ে ঘুমানোর কারণ জিজ্ঞাসাবাদে তাকে সর্দি কাশির জন্য ওষুধ খাওয়ানো হয়েছে বলে প্রকাশ পায়। এর সূত্র ধরে সোনাবাড়িয়া হাইস্কুলের ৭ম শ্রেণির ১৩ বছর বয়সী ৫/৬ শিক্ষার্থীকে বিভিন্ন অপকৌশলে কাশি ও ঘুমের ওষুধ খাওয়ানোর তথ্য বের হয়ে পড়ে। সোনাবাড়িয়া হাইস্কুল কতৃপক্ষ এব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং টিফিনের টাকায় স্থানীয় কয়েকটি ওষুধের দোকান থেকে এসব কেনা হয়েছে বলে জানায়। কিশোর গ্যাংয়ের হাতে আক্রান্ত হওয়ার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানায়, কাশি বা ঘুমের ওষুধ খাওয়া ছাড়াও আরো অনেক খারাপ নগ্ন কিছু ঘটাচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবশালী মাদক কারবারি ও তাদের কিশোর গ্যাংয়ের হুমকিতে মুখ খোলা সম্ভব হয় না। সোনাবাড়িয়ার কয়েকজন মাদক ব্যবসায়ী এসেবের নেপথ্যে রয়েছে বলে সূত্র জানায়। বর্তমানে মাদক ব্যবসায়ীদের কিশোর গ্যাং কলারোয়ার গ্রামগঞ্জের বিভিন্ন হাইস্কুল ও কলেজ এলাকায় বেশি তৎপরত বলে সূত্র জানায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd