আলম হোসেন কলারোয়া: নিখোঁজ ভিকটিম উদ্ধার পূর্বক তার পরিবারের নিকট হস্তান্তর করেছে কলারোয়া থানা পুলিশ। ভিকটিম মোঃ হাসান(০৮), পিতা-আলমগীর হোসেন, মাতা-মোছাঃ শাহানারা খাতুন, সাং-লাউতাড়া, থানা-শার্শা, জেলা-যশোর তার নিজ বাড়ী হতে নিখোঁজ হয়ে কলারোয়া শহরের বিভিন্ন জায়গায় একা একা অসহায়ের মত ঘুরতে থাকে। পরবর্তীতে বিষয়টি কলারোয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নজরে আসলে তাঁহার সার্বিক সহযোগীতায় ভিকটিম মোঃ হাসান(০৮)’কে উদ্ধার পূর্বক থানা হেফাজতে নিয়ে আসিয়া তার পরিবারের সহিত যোগাযোগ করতঃ ইং-০৩/১০/২০২৩ তারিখ সন্ধ্যাবেলা ভিকটিমের মা মোছাঃ শাহানারা খাতুন এর জিম্মায় ভিকটিমকে হস্তান্তর করা হয়।
Leave a Reply