নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- সাতক্ষীরা সদরের মৃগীডাঙা গ্রামের নিজাম সরদারের ছেলে গোলাম মোস্তফা (৬০), কালিগঞ্জ উপজেলার মহেশকুড় গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৬০ ), আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৫৫) ও তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের ছবেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৮৫)। সোমবার ২০ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এদিকে, এই চারজনের মৃত্যু নিয়ে বে-সরকারি হিসেবে সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৭১৯ জন। আর করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন ১০১ জন।
Leave a Reply