1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায়য় স্মার্টফোনে ‘জুয়ায় বাজি’ ধরে সর্বস্বান্ত হচ্ছে হাজারো মানুষ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সদরের সাব রেজিষ্ট্রার অফিসের ঘুসের টাকা গ্রহনকারী মহসিনের ক্ষমতার উৎসাহ কোথায়? (১ম পর্ব)📰স্বামী-সন্তানকে ফেলে পরকীয়ায় রেহেনা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ📰পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক📰পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান📰শ্যামনগরের ৭০টি পূজা মন্দিরে বিএনপির উপহার হস্তান্তর📰সাগরে লঘুচাপ, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত📰সাতক্ষীরায় “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”এর জেলা কমিটি অনুমোদন📰পিআরসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু📰বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে- সাবেক ছাত্রনেতা রফিক

সাতক্ষীরায়য় স্মার্টফোনে ‘জুয়ায় বাজি’ ধরে সর্বস্বান্ত হচ্ছে হাজারো মানুষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪১ সংবাদটি পড়া হয়েছে

মরণ নেশা অনলাইন জুয়া

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  ডিজিটালাইজেশনের যুগে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে দেশের মানুষ। স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটার বাজি ধরা হচ্ছে। ডিজিটাল যুগে এই ভাল কাজের ব্যবহারের মতো মন্দ কাজ তথা খারাপ কাজেও ব্যবহার করছে এক শ্রেণির অপরাধী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনলাইন জুয়ার প্রচলন শুরু হয়েছে। ফলে ডিজিটালে যেমন সুবিধা ভোগ করছে তেমন অপরাধের ঘটনাও ঘটছে। ক্যাসিনো, সাধারণ জুয়া খেলার চেয়েও এই অনলাইন জুয়ার বাজি আরো বেশি ভয়ঙ্কর। প্রযুক্তি ব্যবহার করে যেখানে সেখানে থেকে এই জুয়ায় প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ডলার লেনদেন হচ্ছে। এতে অপরাধীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থী, শিক্ষিত-অর্ধশিক্ষিত মানুষের মধ্যে জুয়ার নেশা ছড়িয়ে পড়েছে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের অনেকে জড়িয়ে পড়ছে অনলাইন বাজির মরণ খেলায়। জুয়ার নেশায় বুদ হয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। কেউ আবার বেছে নিয়েছেন আত্মহননের পথ। এমনকি প্রভাবশালী পরিবার, পাবলিক সেলিব্রেটিরাও এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছেন। অনলাইনে এই জুয়া খেলা হওয়ায় রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও এই ‘অপরাধ খেলা’ ছড়িয়ে পড়েছে।  অনলাইন জুয়াগুলো সমাজে এখন গ্রাস করেছে। অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে কলেজ ছাত্র থেকে মধ্য ব্যবসায়ী পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন তারকাদেরকে জুয়ার বিজ্ঞাপন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এতে করে সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীরা অনেকেই অনলাইনে জুয়া খেলতে আগ্রহী হয়ে উঠছেন। ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে সেলুন দোকানদার, হকার, বাড়ির নিরাপত্তা প্রহরী, বিক্রয়কর্মী থেকে শুরু করে ভবঘুরে, বাস-ট্রাকের চালক-হেলপার, সিএনজিচালক, নির্মাণশ্রমিক, গৃহপরিচারিকা, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মতো একেবারে নিম্ন আয়ের মানুষ এখন দিনের একটা সময় অনলাইনে বাজি ধরতেই ব্যস্ত থাকে।
এদের কেউ কেউ জুয়া খেলে অর্থ আয় করলেও অনেকেই আবার নিঃস্ব হয়ে গেছেন অনলাইন জুয়ার আসরে। প্রতিবেদন অনুয়ায়ী, ওই শ্রেণী-পেশার মানুষেরা এক হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বাজি ধরে এবং তারপর এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়। সরকার গত কয়েক বছরে সাড়ে তিন হাজারের বেশি জুয়ার সাইট বন্ধ করেছে। সিআইডি, ডিবি ও র‌্যাবের হাতে ধরা পড়েছে জুয়ার সাইট পরিচালনাকারী শতাধিক ব্যক্তি। তবে প্রতিটি সাইট বন্ধ করার পরপর এই চক্র ভিপিএন দিয়ে সাইটগুলো আবার সচল করে। এদিকে, বিজ্ঞাপন প্রচারসহ অনলাইনে জুয়া বা বেটিংয়ের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন চিহ্নিত করা, এগুলোর কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা নির্ণয় এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত করে ৯০দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালতের এই নির্দেশের পর গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে লিখেছেন, “কয়েক দিনের মধ্যেই নতুন সাইবার সুরক্ষা আইনটি পাশ হবে বলে আশা করি। এই আইনে সাইবার স্পেসে জুয়া কিংবা অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে।”
সাতক্ষীরার গ্রাম থেকে শহর চায়ের দোকান থেকে শপিংমল সব জায়গায় পৌঁছে গেছে জুয়ার বিস্তার। প্রতিদিন জুয়া খেলে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে তরুণ যুবকরা। অনেকসময় জুয়ার টাকা জোগাড় না করতে পের উঠতি বয়সী তরুণরা চুরি- ছিনতাইে ঝুঁকছে। জোটবদ্ধ হয়ে কিশোর গাং তৈরি করে রাতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুট করে নিচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, জুয়ার সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে সাতক্ষীরা শহরের একাংশ আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগরে। এসব এলাকায় জুয়ার প্রভাবে কিশোর গাং সদস্য রা প্রতিনিয়ত ছিনতাই ডাকাতি করছে।
শহরের পলাশপোল,কাটিয়া পুরাতন সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুর, বন্দকাটি, নারায়ণপুর, মৌতলা, কৃষ্ণনগর, রতনপুর, নলতা ও শ্যামনগরের কৈখালী, গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ জুয়ার প্রভাবে ছিনতাই ডাকাতি বেড়েছে। তাছাড়া দেবহাটার পারুলিয়া, সখিপুরসহ বিভিন্ন এলাকার জুয়ার প্রভাবে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অঞ্জলের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছে। সয়তানের নিশ্বাস ব্যবহার করে সর্বস্ব লুট করছে এই কিশোরগ্যাং।
চেতনানাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুট হওয়া কালিগঞ্জের ভুক্তভোগীরা বলছে, আমরা অনিরাপদ জীবন যাপন করছি। একসময় চিহ্নিত চোর ডাকাতি ছিল। এখন অল্প বয়সী কিশোর তরুণরা কিশোর গাং তৈরি করে চেতনাশক স্প্রে ব্যবহার করে সর্বস্ব লুটে নিচ্ছে। মাদক ও জুয়ার টাকার জন্য তারা এই পথ বেছে নিয়েছে। আরেক ভুক্তভোগী বলেন, মোবাইলে জুয়া খেলে টাকা ইনকামের নেশায় অল্প বয়সী কিশোর তরুণরা নিঃস্ব হচ্ছে। আর এসব টাকা জোগাড় করতে গিয়ে চুরি ডাকাতি করছে। আমরা নিরাপদ নয়। আমরা নিরাপত্তা চায়। অনলাইন জুয়ায় নিঃস্ব হওয়া কয়েকজন যুবক বলেন, নোশায় পড়ে লক্ষ টাকা হেরেছি। এখন দেনার দায়ে এলাকা ছেড়েছি। মানুষের থেকে ধার করে জুয়া খেলেছি। মানুষ এখন টাকা চাচ্ছে না দিতে পেরে পালিয়ে শহরে এসেছি। আমরা এখন সব হারিয়ে নিঃস্ব। সামনে ধোয়াসা দেখছি।
জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাজী মারুফ হোসেন বলেন, অনলাইন জুয়া অল্প বয়সী তরুণরদের ভাইরাসের মত আক্রমণ করেছে। সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে এই সমাজ ও আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অনলাইন জুয়ার কারণে চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে। মানুষ নিরাপদে থাকতে পারছে না। চেতনাশক স্প্রে ব্যবহার করে সব লুট করে নিয়ে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd