নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের উদ্যোগে দলিল লেখক ও নকল নবিশদের দক্ষতা বৃদ্ধি ,স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১১ টায় কালিগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের হলরুমে উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার মোঃ আবুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ ইমরুল হাসান, কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তী, সাধারন সম্পাদক নুর আব্দুল বিশ্বাস, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক গোলাম আইয়ুব জুলু, সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান অফিস সহকারি মন্টু ঘোষ সহ দলিল লেখক, নকল নবিশ সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখকবৃন্দ।
Leave a Reply