শ্যামনগর ব্যুরো চীফ: শ্যামনগরে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন মারত্মক আহত হয়েছে। আহতরা হল-নকিপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আবুল কালাম(২০),কণ্যা আশুরা (১৮) ও আছিয়া(১৫)। ৭মে বিকাল সাড়ে ৫টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড় নামক স্থানে মুন্সিগঞ্জ থেকে মটরসাইকেল যোগে আবুল কালাম তার ২ বোনকে নিয়ে শ্যামনগরে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে আছিয়া খাতুনের ডান পার অর্ধেক কেটে পড়ে যায় এবং সমস্ত শরীর মারাত্মক আহত হয়ে রক্তাত হয়। আবুল কালামের ২ পা, ২ হাত সহ তার ও তার বোন আশুরার শরীর বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লেগে রক্তাত হয়। স্থীয়রা তাদের কে উদ্ধার করে শ্যামনগর সরকারি স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করান। আছিয়া কে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
Leave a Reply