নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদ্বয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় শহীদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, থানা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এর পরপরই সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা। পরবর্তীতে পুলিশসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানসমূহের কুচকাওয়াজ প্রদর্শন করে। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথেরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক সহ মুক্তিযোদ্ধা ও সরকারী কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বাদ জোহর মসজিদে জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা ও মুক্তিযুদ্ধের আতœদানকারী বীর শহিদ ও যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলার নলতায় দিবসটি উপলক্ষে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে।সকাল ৮ টায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ মো.আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসা, নলতা আইএইচটি ও ম্যাটস্, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলতার কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল, ইন্দ্রনগর হুসাইনাবাদ ফাজিল মাদ্রাসা,কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাঘুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুল, নলতা প্রি-ক্যাডেট স্কুল, ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল, কার্ডিফ মডেল স্কুল, কে বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল সহ ইউনিয়নের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগণ, সংবাদকর্মী সহ কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাণ স্বাধীনতা ও বিজয় দিবস পালিত হয়েছে।
Leave a Reply