1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আকস্মিক সাতক্ষীরা-শ্যামনগর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সদরের সাব রেজিষ্ট্রার অফিসের ঘুসের টাকা গ্রহনকারী মহসিনের ক্ষমতার উৎসাহ কোথায়? (১ম পর্ব)📰স্বামী-সন্তানকে ফেলে পরকীয়ায় রেহেনা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ📰পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক📰পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান📰শ্যামনগরের ৭০টি পূজা মন্দিরে বিএনপির উপহার হস্তান্তর📰সাগরে লঘুচাপ, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত📰সাতক্ষীরায় “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”এর জেলা কমিটি অনুমোদন📰পিআরসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু📰বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে- সাবেক ছাত্রনেতা রফিক

আকস্মিক সাতক্ষীরা-শ্যামনগর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর ও কালিগঞ্জ থেকে সাতক্ষীরা-ঢাকারুটে আকস্মিকভাবে সব ধরণের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। গুরুত্বপ‚র্ণ সড়কে যাত্রীবাহি বাস যোগাযোগ বন্ধ থাকায় কার্যত জেলা সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালিগঞ্জসহ উপক‚লবর্তী শ্যামনগর উপজেলা। চারদিন পরেও চলমান অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় জেলা সদরসহ দেশের অপরাপর অংশে যাতায়াতকারীরা অসহনীয় দুর্ভোগে পড়ছে। বিশেষ করে নারী ও শিশুসহ বয়স্কদের জন্য বিকল্প যানবাহন যোগে যাতায়াতের ক্ষেত্রে নিদারুণ ভোগান্তীর শিকার হতে হচ্ছে। এদিকে আভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের চেষ্টা অব্যাহত থাকলেও শ্যামনগর-কালিগঞ্জ থেকে দুরপাল্লার পরিবহন বন্ধের ঘোষণা- সমস্যায় নুতন মাত্রা যোগ করেছে। দুই উপজেলা থেকে প্রতিদিন প্রায় পাঁচ-সাতশ’ যাত্রী দুরপাল্লার পরিবহনে চেপে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করলেও পরিবহনের জন্য জেলা সদরে পৌছাতে তাদেরকে চরমভাবে নাকাল হতে হচ্ছে। সাথে থাকা ভারী ল্যাগেজসহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে পথে তারা নানাভাবে হয়রানীসহ অতিরিক্ত অর্থ খরচেরও শিকার হচ্ছে। আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত সঞ্জয় কুমার মন্ডল জানান শ্যামনগরের মুন্সিগঞ্জ থেকে প্রতিদিন দুই ঘন্টা আগে বের হয়ে সাতক্ষীরা আদালতে পৌছাতেন। তবে বাস বন্ধের কারণে বিকল্প ব্যবস্থায় জেলা সদরে যেতে তিনগুন বেশি অর্থ ব্যয় ছাড়াও সময় দ্বিগুনেরও বেশি লাগছে। সাতক্ষীরা থাকার কোন ব্যবস্থা না থাকায় প্রতিদিন চরম ভোগান্তী নিয়ে কর্মস্থল আর বাড়িতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বলে তার দাবি। ষাটোর্ধ্ব বয়সী সুলতান শাহাজান জানান, বাস বন্ধের কারণে আরও অনেকের মতো তারও নিদারুণ সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন বাড়ি থেকে বাসে চেপে ৫০ কিলোমিটার দ‚রত্বের অফিস চালিয়ে নিলেও গত কয়েকদিনে মারাত্বক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প যানবাহনে চাপাচাপি করে প্রতিদিন যাতায়াতে অসুস্থ হয়ে সোমবার থেকে তিনি ছুটিতে যেতে বাধ্য হয়েছেন। দ্রæত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুর্বেকার অবস্থায় ফিরিয়ে নিতে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের জরুরী হস্তক্ষেপ দাবি করেন তিনি। তবে শুধু স্বল্প পাল্লা বা আভ্যন্তরীন রুটের যাত্রীরা নন, বরং দুরপাল্লার যাত্রীরা নিদারুন সমস্যার কথা জানিয়েছে বাস যোগাযোগ বন্ধের প্রতিক্রিয়ায়। তাদের দাবি গত কয়েক দশক ধরে ঢাকা থেকে দেশের বিভিন্ন অংশ থেকে সরাসরি শ্যামনগর ও কালিগঞ্জ পর্যন্ত পরিবহন চলায় তারা নির্বিঘেœ সব স্থানে যাতায়াত করছিল। কিন্তু শ্রমিক অসন্তোষের জেরে শুরুতে আভ্যন্তরীণ রুটের বাস ও পরে দুরপাল্লার পরিবহন শ্যামনগর ও কালিগঞ্জ রুটে বন্ধ হওয়াতে তারা মারাত্বক বিপাকে পড়েছেন। ইতোমধ্যে দুরপাল্লার সব পরিবহন সাতক্ষীরা পর্যন্ত চলাচলের ব্যাপারে মালিক পক্ষের ঘোষণায় তারা ঘোরতর বিপদে পড়েছেন বলেও উল্লেখ করেন। খাদিজা আক্তার নামের এক গৃহবধু জানান, ছোট দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকা থেকে শ্যামনগরে পৌছাতে চরম দুর্ভোগের শিকার হন। সাতক্ষীরা পর্যন্ত পৌছানোর পর নির্দিষ্ট ঐ পরিবহন শ্যামনগরে যেতে সম্মত না হওয়াতে ইজিবাইক যোগে গন্তব্যে পৌছাতে কয়েক ঘন্টা বেশি সময় লাগার পাশাপাশি পথিমধ্যে চরম হয়রানীর শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। প্রায় অভিন্ন সুরে কথা বলেন ঢাকাগামী যাত্রী আনোয়ার হোসেন। তিনি জানান, জরুরী কাজে ফরিদপুরের ভাঙা যাওয়ার প্রয়োজন পড়লেও মুন্সিগঞ্জ থেকে প্রায় চার ঘন্টা আগে বিকল্প বাহনে সাতক্ষীরা পৌছে তাকে নির্দিষ্ট পরিবহন ধরতে হয়। পথিমধ্যে নিজের গুরুত্বপ‚র্ণ কাগজের ব্যাগ হারানোর আক্ষেপের কথা শুনিয়ে তিনি আরও বলেন, বাস যোগাযোগ বন্ধের কারণে তার আরও হাজার হাজার মানুষ নানাবিধ সমস্যায় পড়ছে। দ্রæত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার ব্যাপারে স্থানীয় সাংসদসহ উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিকে বাস বন্ধের বিষয়ে কালিগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আবু তাহের বলেন, আভ্যন্তরীণ রুটে বাস চলাচল পুনরায় চালু করতে আলোচনা চলছে। তবে দুরপাল্লার পরিবহন চলালের বিষয়টি পরিবহন মালিকদের নিজস্ব বিষয় বলেও তিনি উল্লেখ করেন। সাতক্ষীরা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরশাদ আলী খোকা জানান, ব্যক্তিগতভাবে আমি স্বল্প ও দুরপাল্লার যাত্রীবাহি বাস চলাচল পুনরায় চালুর পক্ষে। কিন্তু আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে এখনই বলা যাচ্ছে না। উল্লেখ্য, গত শুক্রবার মোটরশ্রমিকদের দুই গ্রপের মধ্যে সংঘর্ষের পর থেকে শ্যামনগর ও কালিগঞ্জের সাথে সাতক্ষীরা জেলা সদরের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সাতক্ষীরার সাথে এ দুই উপজেলায় আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও বিআরটিসিসহ দুরপাল্লার পরিবহনগুলো যাতায়াত স্বাভাবিক ছিল। তবে পরবর্তী সময়ে শ্যামনগর থেকে ঢাকাগামী দুরপাল্লার একটি পরিবহন স্থানীয় শ্রমিকদের দ্বারা ভাংচুরের পর থেকে মালিক পক্ষ শ্যামনগর ও কালিগঞ্জে তাদের পরিবহন চলাচল বন্ধ করে দেয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd