মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্যারেজ বাজার এলাকায় দুর্র্ধষ সন্ত্রাসী চাঁদাবাজ ত্রাস সৃষ্টিকারী নুর আলি খালেক সেখ রবিউলের অত্যাচার ও জামাত পরিবারের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্যারেজ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত।
গত ২৩ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাটাকাটির এক পর্যায়ে জামাত মিস্ত্রির বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে ঘরের ভিতর থেকে জামাত মিস্ত্রী এবং তার স্ত্রী ফরিদা বেগমকে জোর করে বাইরে উঠানে এনে বেদম প্রহার করে তাদের হাক চিৎকারে এলাকাবাসী সন্ত্রাসীদের কবল থেকে জামাত মিস্ত্রী এবং তার স্ত্রী ফরিদা বেগম কে উদ্ধার করে শ্যামনগর হসপিটাল প্রেরণ করে তাদের মাথায় ১০থেকে ১২ টি সেলাই দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশে চোখে আঘাতের চিহ্ন পাওয়া যায়।তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেন জামাত আলীর ছেলে মোঃ হারুন-অর-রশিদ শ্যামনগর থানা পুলিশ তদন্ত করে সন্ত্রাসী মোহাম্মদ মিস্ত্রী এবং তার ছেলের রবিউল কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে অপর আসামি নুর আলী তার সহযোগীরাগন জামাত মিস্ত্রী এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি ভয়-ভীতি রাতের অন্ধকারে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করছে। এমত অবস্থায় এলাকাবাসী ও জামাত মিস্ত্রির পরিবারের পক্ষ থেকে অনতিবিলম্বে নুর আলী সহ তার সকল সন্ত্রাসী দল কে গ্রেপ্তারপূর্বক আইনে সোপর্দ করার জন্য জেলা পুলিশ সুপার ও শ্যামনগর পুলিশকে গ্রাফতার করার জোর দাবি জানিয়েছেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন রবিউল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে এবং মাদকসেবী নেশার টাকা যোগাড় করতে চুরি ডাকাতি করে ,সে একাধিক বিয়ে করেছে তার প্রথম স্ত্রী নির্যাতনের শিকার হয়ে যৌতুকের টাকা না দিতে পেরে তাকে ত্যাগ করে চলে গেছে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন ইউনুস আলী মোল্লা আমিনুর রহমান শফিকুল ইসলাম আবুল হোসেন সবুজ হোসেন রায়হান গাজী বায়জিদ ইয়াসিন আলম হোসেন গণ্যমান্য ব্যক্তি।
Leave a Reply