উপকূলীয় প্রতিনিধি: বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সাধু পাড়ার গুরু আশ্রমে মহা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীনতার প্রতিমূর্তি পরমারধ্যতম গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর শিষ্যদের উদ্যোগে ৩রা মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্রী শ্রী রতিকান্ত প্রভুর বাংলাদেশের হাজার হাজার শিষ্যদের সমন্বয়ে একটি মঙ্গল শোভাযাত্রা গুরু আশ্রয় শুরু করে নবদ্বীপ বৃন্দাবনের অনুকরণে সুন্দরবনের মালঞ্চ নদীর কূলে গড়ে তোলা শ্যামকুন্ড, মাধবকুণ্ডের যুগোল ঘাট ও গিরি গোবর্ধন পরিক্রমা শেষে গুরু আশ্রমে এসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ উন্মোচন করেন।
পরবর্তীতে গুরু পূজা, গুরু প্রনামে নৃত্য, সর্ব তীর্থ উদ্বোধন , পঞ্চতত্ত্ব বন্দনা , ভগবত আরতি, ভগবত পাঠ ও ভজন কৃত্তন অনুষ্ঠিত হয়। এবং শ্রী শ্রী রতিকান্ত প্রভু নিত্য ভজন দীপিকা বই এর মোড়ক উন্মোচন করেন।
ধর্মীয় সংগীত পরিবেশন করেন ডাক্রার হরিপদ, তাপস কুমার এবং ভগবত আলোচনা করেন নিতাই চন্দ্র মন্ডল (কাঁচড়াহাটী), প্রমিলা দাসী(প্রভুর প্রথম শিষ্যা,অখৈত কৃষ্ণ দাস (খুলনা),গোপাল কৃষ্ণ দাস (বংশিপুর), বৃন্দদাসী গোস্বামী(নদীয়া,ভারত),বিল্লমঙ্গল কৃষ্ণ দাস(সাতক্ষীরা), খুলনা বি এল কলেজের সহকারী অধ্যাপক পবিত্র কৃষ্ণ দাস প্রমুখ।
উক্ত মহা সম্মেলনে আগত ভক্তদের সাদুবাদ এবং সবাইকে সংবর্ধনা জানান গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর পুত্র শ্রীমান চারু কৃষ্ণ (ঠাকুর) দাস অধিকারী, শ্রীমান জগন্নাথ দাস, শ্রীমান হরিপ্রসাদ দাস অধিকারী, শ্রীমান দামোদর দাস এবং তারা ৪ঠা মার্চ মহা নাম যজ্ঞ যজ্ঞানুষ্ঠানের সকলকে স্ববান্ধোবে আমন্ত্রিন জানান ।
এসময় মহা সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ম আহবায়ক পীযুষ বাউলিয়া পিন্টু, হিন্দু বিবাহ রেজিস্ট্রার সুজন কুমার দাস,হিমাংশু মন্ডল ,সদস্য সচিব উৎপল মন্ডল প্রমুখ।
Leave a Reply