মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম রবিবার ২০/ ২/ ২০২২ দায়িত্বভার গ্রহণ করেন। সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য জনাব আব্দুর রউফের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান বাবু অসীম কুমার জোয়ারদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শ্যামনগর উপজেলার মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার কিন্তু তিনি ঢাকাতে অবস্থান করায় শ্যামনগর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান জনাব আতাউল হক দোলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা খালেদা আইয়ুব ডলি। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বাবু ডালিম কুমার ঘরমি সদ্যবিদায়ী সাবেক চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল নবনির্বাচিত চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম নব নির্বাচিত ইউপি সদস্যগন।
নবনির্বাচিত চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম গত২৬/১২/২০২১ তারিখ সতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে জনগণের প্রাতাক্ষ ভোটে নৌকার প্রার্থী বাবু ভবতোষ কুমার মন্ডল কে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রসঙ্গ গত ১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাবু ভবতোষ কুমার মন্ডলের নিকটপরাজিত হয়ে ছিলেন।গত১৪/০২/২০২২তারিখে শপথ গ্রহণ করে আজ দায়িত্ব ভার গ্রহণ করেন। একনজরে দায়িত্ব পালনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
জনাব আঃ খালেক মোল্লা, বাবু কালিদাস জোয়ারদার, জিএম লিয়াকত আলী, বাবু অসীম কুমার জোয়ারদার,হাজি নজরুল ইসলাম, বাবু ভবতোষ কুমার মন্ডল। সবশেষে আজ গ্রহন করলেন হাজী নজরুল ইসলাম। প্রধান অতিথি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন তার বক্তব্যে বলেন একুশে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা সৈনিকদের স্মরণ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলেন। নবনির্বাচিত চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন আমি বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন এই ইউনিয়ন টি একটি আধুনিক ডিজিটাল পরিষ্কার-পরিচ্ছন্ন মাদকমুক্ত বাল্য বিবাহ বন্ধ সহ রাস্তাঘাট বেড়িবাধের উন্নয়ন করার কথা বলেন সর্বোপরি জনগণকে তার উন্নয়নের কাজে সাহায্য সহযোগিতাকরার আহ্বান জানান। এসম উপস্থিত ছিলেন সকল বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ,পুলিশ, প্রশাসনের কর্মকর্তারা শিক্ষক, পুরোহিত, এনজিও প্রতিনিধি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply