1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কারিতাস খুলনা অঞ্চল কতৃক বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী উদ্যাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নতুন এসপি মোঃ আরেফিন জুয়েল’র যোগদান📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরা সদরের খানপুরে পূর্ব শত্রুতার জেল ধরে সাঈদের বাড়িতে আগুন📰সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত📰ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা📰ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন তারেক রহমান: জুয়েল📰কুলিয়ায় নীতি নির্ধারকদের সঙ্গে-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা📰সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু📰সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান নিজের অপকর্ম ঢাকতে, বিভিন্ন ব‍্যাক্তিদের দিয়ে মিথ্যা অভিযোগ

কারিতাস খুলনা অঞ্চল কতৃক বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী উদ্যাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “কারিতাস বাংলাদেশ: ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই মূলসুর/প্রতিপাদ্য নিয়ে কারিতাস খুলনা অঞ্চল ২০ ডিসেম্বর ২০২১ সোমবার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন সম্পন্ন করেছে। অনুষ্ঠানটি দুটি মূল পর্বে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে সকাল ১০:০০ মি: এ বাংলাদেশের জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রধান অতিথি জনাব মো: মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এবং অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী, ডিডি, ধর্মপাল, খুলনা ধর্মপ্রদেশ ও প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ এবং কেক কাটা, বেলুন ও শান্তির পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর পর প্রধান অতিথি জেলা প্রশাসক জুবিলী লোগো উদ্বোধন করেন এবং তিনি এই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে কারিতাস বাংলাদেশকে তার সকল উন্নয়ন কাজে সরকারের পক্ষ থেকে নিয়মানুযায়ী সকল প্রকার সহঅয়তা প্রদান করার আশ^াস প্রদান করেন।
আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের সভাপতি শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী। তিনি তার বক্তবে বলেন “কারিতাস মানুষের জন্য ভালবাসা, সম্মান ও সেবার মধ্য দিয়ে ৫০ বছর ধরে মানুষের জন্য কাজ করছে একং ভবিষ্যতেও করে যাবে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্র্বে দুপুর ১২:০০-১:৩০ মি: এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্র্বের শুরুতে প্রধান অতিথি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী এবং কারিতাস বাংলাদেশ এর জেমস্্ গমেজ, পরিচালক(কর্মসূচী) এবং যোয়াকিম গমেজ, পরিচালক(অর্থ ও প্রশাসন) বৃক্ষরোপন এর মাধ্যমে দ্বিতীয় পর্র্বের কর্মসূচীর শুভ সূচনা করেন। এর পর মেয়র মহোদয় ৫০ বছরের জুবিলী উপলক্ষে ৫০ জন দরিদ্র শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও মেয়র মহোদয় অনুষ্ঠানে ৫০টি দুস্থ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য নগদ অর্থ সাহায়তা প্রদানের সূচনা করেন এবং সুবর্ণ জয়ন্তী’র স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। তিনি তার বক্তব্যে কারিতাস বাংলাদেশের প্রশংসা করে বলেন আমি কারিতসের সকল কাজের সাথে আছি এবং কারিতাস ভবিষ্যতেও তার এই উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে তিনি তার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদ্্যাপনের উদ্দেশ্য সহভাগিতা ও কারিতাস বাংলাদেশের কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন করেন দাউদ জীবন দাশ, আঞ্চলিক পরিচালক, কারিতাস খুলনা অঞ্চল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জনাব খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, খুলনা, কারিতাস কেদ্রীয় অফিস থেকে আগত জেমস্্ গমেজ, পরিচালক(কর্মসূচী) এবং যোয়াকিম গমেজ, পরিচালক(অর্থ ও প্রশাসন)।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

সম্পাদক ও প্রকাশক:

সিনিয়র নির্বাহী সম্পাদক :

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd