আটুলিয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের নাম প্রকাশ হয় নৌকার মনোনীত প্রার্থীদের। তার ভিতরে শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর ১০নং আটুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গাজী কামরুল ইসলাম। রবিবার সন্ধ্যা ৬:৩০ মিনিট এ তার নিজস্ব কার্যালয় নওয়াবেকী বাজার ভেড়া মার্কেট নামক স্থানে, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএম মারুফ বিল্লাহ, ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ , আটুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গাজী হেলাল ও সাংবাদিক মনিরুজ্জামান জুলেট, ও জুবায়ের মাহমুদ। আরো অন্যান্যরা এ সময় গাজী কামরুল ইসলাম বলেন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী করায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি যদি ২৩ শে ডিসেম্বর ২০২১ তারিখে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি। তাহলে এলাকার গরিব দুঃখী ও মেহনতী মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
Leave a Reply