মোমিনুর রহমান: দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে, ৩ অক্টোবর ২০২৫, বুধবার বিকাল ৪ টায় বর্ণাঢ্য র্যালিটি পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাতক্ষীরা-কালিগজ্ঞ মহাসড়ক হইয়া পারুলিয়া- সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মোকলেছুর রহমান মুকুল, আব্দুল হাবিব মন্টু, শহিদুল ইসলাম, হাসান সরাফী, প্রভাষক কামাল হোসেন, জাকির হোসেন, মাসুম বিল্লাহ, আবুল হোসেন, আবু তালেব মোল্ল্যা, এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, আবুল হোসেন বকুল, বিএনপি নেতা এবাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, রুহুল আমিন, দেলোয়ার হোসেন বাবলু ও মুশফিকুর রহমান। দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ ও যুগ্নআহবায়ক আহছানউল্লাহ ডালিম, যুবদল নেতা মনিরুজ্জামান মনি ও হোসেন আলী। দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন ও সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, কলেজ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply