মোমিনুর রহমান:দেবহাটায় বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে মৎস্য ঘের, পুকুর, রাস্তা ঘাট,খাল বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক তখনই দেবহাটা উপজেলার মৎস্য অফিসের সার্বিক প্রচেষ্টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগত কে এম আবু নওশাদ এর উপস্থিতিতে ৬ই আগস্ট বুধবার সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়নের ও নওয়াপাড়া চারকুনি এলাকায় চেং মারি খাল সহ আরো কয়েকটি এলাকার জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে যেয়ে খাল বিলের অবৈধ নেট,পাটা অপসারণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক।উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা থানার পুলিশ প্রদীপ কুমার,ইউনুস আলী,দেলওয়ার হোসেন,ইউএনও টেবিল সহকারী সাদেক আলী,উপজেলা প্রকৌশলী অফিসের স্টাফ নাসিম আহম্মেদ সহ পারুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও এলকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। এই সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক বলেন আমরা গত কিছু দিন ধরে মাইকিং করে সবার নেট পাটা অপসারণ করার জন্য বলছি কিন্তু তারা কোন গুরুত্ব দেইনা তার জন্য আমাদের এই নেট পাটা অপসারণ কর্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ দিন চলবে উপজেলার বিভিন্ন এলাকায়। নবগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন দেবহাটা কোন খাল বা ড্রেনে নেট পাটা রাখা হবে না যা আছে আগামী ১ সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে, এই সময় তিনি অত্য এলাকায় বিভিন্ন মানুষের সমস্যা কথা শোনেন এবং সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
Leave a Reply