নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মিথ্যা তথ্য প্রদানের দায়ে মোবাইল কোর্টের শাস্তিমূলক পদক্ষেপ।
৩০ জুলাই ২০২৫ বেলা ২টার সময় সাতক্ষীরা সদর উপজেলায় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
জনস্বার্থে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের আইনগত কার্যক্রমে সহযোগিতা করেন বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ আব্দুল মান্নান। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
১. মেসার্স রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ:
অবস্থান: বিসিক শিল্প এলাকা, বিনেরপোতা, সদর, সাতক্ষীরা।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করেই “প্লাইউড ফর জেনারেল পারপাস” নামক পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি এবং বাজারে প্রতিযোগিতামূলক বৈষম্য সৃষ্টি হচ্ছিল।
এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
২. হালাল ড্রিংকিং ওয়াটার:
অবস্থান: বউবাজার, মাগুরা, সদর, সাতক্ষীরা।
এই প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীনভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করছিল এবং অভিযানে মিথ্যা তথ্য প্রদান করে। এটি সরাসরি ভোক্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও মানসম্পন্ন পানীয় জলের নিশ্চয়তার বিরুদ্ধে একটি গুরুতর লঙ্ঘন।
ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও পণ্যের মান বজায় রাখতে বিএসটিআই নিয়মিতভাবে এমন অভিযান চালিয়ে যাবে। পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে অনুমোদিত লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।
এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
Leave a Reply