আবুল হোসেন সদর প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় রবিবার থেকে নতুন করে আবার শুরু হওয়া বর্ষণে সাতক্ষীরা শহরতলীর নি¤œাঞ্চলগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে পানিতে তলিয়ে গেছে বিল, খাল, পুকুর ও রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছে নি¤œ আয়ের মানুষ ও কৃষকরা। সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর, কামালনগর, মেহেদীবাগ, কাশেমপুর, বকচরা, বালিয়াডাঙ্গা, বাবুলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে এসব অঞ্চলের বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের ভিতর পানি ঢুকে পড়ায় অনেকেই মাচান বানিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। কলাগাছের ভেলায় চলাফেরা করতে দেখা গেছে কিছু পরিবারকে। পানিবন্দী পরিবারগুলোতে রান্নাবান্না বন্ধ রয়েছে। চুলায় আগুন জ্বালানো তো দূরের কথা, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন তারা। জীবিকার তাগিদে অনেকেই ঘর থেকে বের হলেও রাস্তাঘাটে তেমন মানুষের দেখা মেলেনি। বাজারে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল একেবারেই কম। কদমতলা বাজারের সবজি ব্যবসায়ী মো. মুজাহিদ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পন কে বলেন, “সকালে পাইকারি বাজারে সবজি কিনতে গিয়ে দেখি সবজি আসেনি।”“সারাদিন বৃষ্টির কারণে কোনো কাজ পাইনি, কাজ না করলে তো খাওয়া চলে না।” ইজিবাইক চালক সেলিম হোসেন জানান, “রাস্তায় বের হয়েছি, কিন্তু যাত্রী নেই।” সবজি বিক্রেতা শাহিনুর রহমান জানান, “বাজারে মালামাল আনতে পারিনি, ঘরেই বসে আছি।” এদিকে, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। সদর উপজেলার বিস্তীর্ণ এলাকায় থাকা মৎস্য ঘেরগুলোতেও পানি ঢুকে পড়েছে। অনেক ঘেরে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিল একাকার হয়ে গেছে। কৃষকরা জানিয়েছেন, বীজতলা নষ্ট হওয়ায় এবার আমন রোপণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নি¤œাঞ্চলের পুকুর, সড়ক ও খানাখন্দ তলিয়ে যাওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
Leave a Reply