নিজস্ব প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ তিন কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে। গত ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত সীমান্তের আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
আটক পন্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় এসব পন্য জব্দ করা হয়। যার সর্বমোট মূল্য ২ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা।
Leave a Reply