কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের আলহাজ্ব আমিরুল ইসলাম মোড়ল কন্যা মোছাঃ লামিয়া (১৩) নামে এক অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে কাজী জীম এর বিরুদ্ধে।গতকাল রবিবার সন্ধ্যায় ছাত্রীর মা ফাতেমা খাতুন কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া গ্রামের কাজী বাচ্চু’র ছেলে কাজী জীম (২১) অপহরণে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।পুলিশ ভিকটিমকে উদ্ধার লামিয়া খাতুন ও কাজী জীমকে আটকের জন্য মধ্যরাতের দিকেও অভিযান চালাচ্ছে।কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন সাংবাদিকদের জানান,রবিবার সন্ধ্যায় বাড়ি সামনে থেকে কাজী জীম সহ তার কয়েক সহযোগী মিলে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে।
পরে তার স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে ওই ঘটনা জানতে পারে এবং কাজী জীম সহ কয়েকজনের বিরুদ্ধে রবিবার রাতে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভিক্টিমের মা মোছাঃ ফাতেমা খাতুন।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।ছেলে ও মেয়ে দুইজনেরই কোন হদিস নেই।তবে প্রেম গঠিত বিষয়ে কাজী জীম এর সাথে ভিকটিম পালিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।স্থানীয় একাধিক ব্যক্তি বলেন কাজী জীমের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ।
Leave a Reply