নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) আশাশুনি বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মন্ডল, সহকারি শিক্ষক নাজমা পারভীন, আবুল ফজল পলাশ, অভিজিৎ মল্লিক, বিদ্যুৎ বরণ মন্ডল, ছাত্রলীগ নেতা মিজানুর ইসলাম, আলীম হোসেন, রফিকুল ইসলাম, আশরাফুজ্জামান তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান প্রার্থী হোসেন ছাত্রী সহ সবাইকে করোনা ভাইরাস বিষয়ে আরো বেশী সচেতন থাকা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। একই সময় তিনি বালিকা বিদ্যালয় চত্ত্বরের জলাবদ্ধতা নিরসন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।
Leave a Reply