আব্দুল আহাদ কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম লাল্টু চেয়ারম্যান পদে পুনর্র্নিবাচিত হয়েছেন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের আলতাফ হোসেন পেয়েছেন ৪২ হাজার ৭৪১ ভোট।
বুধবার রাত সোয়া ৯টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদ মুরাদ এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদের অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আনারুল ইসলাম পেয়েছেন ৭৯৪ ভোট। তিনি আরো জানান, কলারোয়ায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯৩ হাজার ৫৬ টি। এরমধ্যে ২ হাজার ৪৩৭ ভোট বাতিল হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৩ দশমিক ৮১ শতাংশ। উল্লেখ্য, বুধবার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না নির্বাচিত হয়েছেন।
Leave a Reply