1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অনুমোদন বিহীন নলতার ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ত্রুটিপূর্ণ অপারেশন: প্রমান লোপাটের চেষ্টা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

অনুমোদন বিহীন নলতার ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ত্রুটিপূর্ণ অপারেশন: প্রমান লোপাটের চেষ্টা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

মোমিন/ফারুক হোসেন সাতক্ষীরা : কালিগঞ্জ উপজেলার নলতা কদমতলা এলাকার অনুমোদনবিহীন ইউনিক ক্লিনিক এন্ড ডায়েগনস্টিক সেন্টারে ভুল অপারেশনের ফলে ফুলজান বিবি নামের এক বৃদ্ধা যন্ত্রণায় কাতরাচ্ছেন। অপরদিকে ওই বৃদ্ধার ছেলে সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তদন্ত কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করতে ও সাংবাদিকদের ম্যানেজ করতে ক্লিনিক কর্তৃপক্ষ মুঠো মুঠো টাকা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কালিগঞ্জ উপজেলার ভাঙানমারি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে তহিদুল ইসলাম জানান, তার মা ফুলজান বিবি (৬৩) দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। গত বছরের ২৭ জুলাই গ্রাম ডাক্তার নাসিরউদ্দিনের পরামর্মে নলতার কদমতলার ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা: অনন্যাকে দেখান তিনি। ডাক্তারের পরামর্শ মতো রক্ত পরীক্ষা আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ১০হাজার টাকা খরচ করেন তিনি। পরদিন ২৮ জুলাই ১৪ হাজার টাকা চুক্তিতে মায়ের পেটের টিউমার অপারেশন করেন ডাক্তার অনন্যা। অপারেশনের পর তিন মাস না যেতেই মায়ের পেটে নতুন করে যন্ত্রণা শুরু হয়। তাকে আবারো নেওয়া হয় কদমতলা ইউনিক ক্লিনিক এন্ড ডায়েগোনেস্টিক সেন্টারে।
অনন্যা রানী তাকে না দেখে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তার কাছে থাকা ডা: অনন্যার ব্যবস্থাপত্র ও চিকিৎিসাপত্রসহ সকল ডাক্তারি কাগজপত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালান ওই ক্লিনিকের অংশীদার মাসুম ও তার কর্মচারিরা। একপর্যায়ে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের ডাক্তার ফয়সাল আহম্মেদ, সাবেক সিভির সার্জন ডা: এস জেড আতিক ও ডা শরিফুল ইসলামকে দেখানো হয় মাকে। অপারেশন ত্রæটিপূর্ণ হয়েছে বলে জানানোয় মাকে নিয়ে যাওয়া হয় খুলনা হার্ট ফাউন্ডেশনে। সেখানে গত ২৩ ডিসেম্বর তার অবারো অপারেশন করানো হয়। এ সময় তারা জানতেক পারেন যে ডা: অনন্যা অপারেশনের সময় টিউমারের আংশিক রেখেই সেলাই করেছিলেন। যে কারণে ৩ জানুয়ারি বায়অপ্সি রিপোর্টে মায়ের ক্যান্সার ধরা পড়ে। সোনার গহনা ও জমি বন্ধক ছাড়াও বিভিন্ন সমিতির মাধ্যমে ধার নেওয়া দুই লক্ষাধিক টাকা খরচ করেও মাকে বাঁচানোর সকল চেষ্টা ব্যর্থ হবে বলে বলে তিনি বুঝতে পেরেছেন। প্রতিকার চেয়ে তিনি গত ১৯ জানুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
এদিকে নলতার একটি দায়িত্বশীল সূত্র জানান, তৌহিদুল ইসলাম বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন জানতে পেরে ইউনিক ক্লিনিক এন্ড ডায়েগনস্টিক সেন্টারের ব্যবসায়িক অংশীদার মাসুম, গোলাম মোস্তফাসহ কয়েকজন তাদের দুর্নীতি ঢাকতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করতে টাকার থলি নিয়ে বাণিজ্যে নেমেছেন ওই ক্লিনিকের ব্যবসায়িক অংশীদার মাসুম ও গোলাম মোস্তফা। এদিকে নলতা কদমতলা এলাকার আবু সাঈদ, সামছুর রহমানসহ কয়েকজন জানান, অনুমোদন ছাড়াই কেবলমাত্র নিবন্ধনের আবেদন করে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তাকে ম্যানেজ করে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই নলতার ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে অপারেশনের নামে মোটা অংকের টাকা নিয়ে কুমারী মায়েদের গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স মাঝে মাঝে ডেকে এনে অপারেশন করানো হয়। প্যাথালজি টেষ্টের নামে করা হয় বালতি টেষ্ট। নাড়ি কাটতে যেয়ে মৌ কেটে ফেলার অভিযোগ রয়েছে ওই ক্লিনিকে। এরপরও তারা বেপারোয়া। গোলাম মোস্তফা বলেছে যে নাজিমগঞ্জে শরিফুল পরিচালিত যমুনা ক্নিনিক এন্ড ডায়েগনোস্টিক সেন্টারের প্যাথালজির অংশে সিভিল সার্জনের অনুমোদন না লাগলে তাদের ক্লিনিকে অনুমোদন লাগবে কেন?
এ ব্যাপারে জানতে চাইলে নলতা কদমতলায় ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়িক অংশীদার গোলাম মোস্তফা তাদের ক্লিনিকে কুমারী মায়েদের গর্ভপাত করানোর কথা অস্বীকার করে বলেন, ডা: অনন্যার অপারেশনে ভুল ছিল না। ক্যান্সার আগে থেকে হয়েছিল ফুলজান বিবির। এখন ধরা পড়েছে বায়োপসির পর।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা: সৈয়দ রুস্তুম সুফিয়ান জানান, এ ঘটনায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল কবিরকে সভাপতি, সিভিল সার্জন অফিসের ডা: তামিম হাসান ও কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: হাসান জাফুরিকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd