নিজস্ব প্রতিনিধি: নলতায় একই রাতে সাত দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার ভোরে নলতা মোবারক নগর বাজারের নজরুল মার্কেটে এ ঘটনা ঘটে। চোর চক্রটি ছয়টি কাপড়ের দোকান ও একটি জুতার দোকান থেকে প্রায় ৮ লক্ষ নগদ টাকা নিয়ে গেছে।
ওয়াছী বস্ত্রালয়ের মালিক মোবারক আলি জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে মার্কেটের দোকান বন্ধ রেখে সকল ব্যবসায়ী বাড়িতে চলে যায়। সকালে লোক মুখে দোকান চুরির ঘটনা জানতে পেরে দোকানে এসে দেখি মার্কেটের নয় টি দোকানের শাটারের নিচের অংশ ফাঁকা।
এ সময় ব্যবসায়ীরা তাদের নয়টি দোকানের মধ্যে সাতটি দোকানে টাকা চুরি হওয়ার কথা নিশ্চিত করেন। বুধবার ঢাকায় কাপড় কেনার জন্য ব্যবসায়ীরা দোকানে এই টাকা রেখেছিল বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় নলতা মোবারক নগর বাজার কমিটির পক্ষ থেকে চুরি রোধে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply