আব্দুল আহাদ, কলারোয়া: গত ১লা ডিসেম্বর শুক্রবার আনুমানিক রাত ৩টার সময় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজার তরকারি পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪/৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। বাজারের বিশিষ্ট মুদীয় দোকানদার রোকনুজ্জামান এর পুরা দোকান টাই ভস্মীভূত হয়েছে। অপর একজন বিশিষ্ট আড়ৎদার আব্দুল আলিমের পর্যাপ্ত ভূষি, পেয়াজ, রসুন, মসলা এক কথায় অনেক মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশে আবুল কালামের কাঁচা তরকারির বাস্কেটে আগুন লাগলে পুরা সবজী গুলো মারাতœকভাবে পুড়ে যায়। রোকনুজ্জামানের দোকানের পিছনে কয়েকজন মুদীয় ও সবজি বিক্রেতার ছোট ছোট গোডাউনে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি পুড়ে ছাই হয়েছে। বাজারে কর্তব্যরত নৈশ প্রহরীর চিৎকারে বাজারস্থ আবাসিক বিল্ডিংএর লোকজন সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এসে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এখবর লেখা পর্যন্ত অগ্নিকান্ডের এই ঘটনার কোন ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হলে ঘটনা স্থল পরিদর্শন করেন খোরদো পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আবু বক্কর শেখ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মেম্বরবৃন্দ।
Leave a Reply