নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আবু হোসেন (৩৯), পিতা-মৃত জালাল উদ্দীন সরদার, সাং-পুরাতন সাতক্ষীরা (পুলিন পাড়া), থানা ও জেলা-সাতক্ষীরাকে ৪০০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আবু হোসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঘোনা বাজার, সাতক্ষীরা শাখার ফিল্ড সুপার ভাইজার পদে কর্মরত আছে। তিনি ব্যাংকের চাকুরীর আড়ালে গোপনে দীর্ঘদিন ধরে ইয়াবার মতো ভয়ঙ্কর অবৈধ মাদক দ্রব্য কারবারের সাথে জড়িত বলে জানা যায়। গত ২৭/০৮/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৯.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ মাদক বিরোধী অভিযান টিম সাতক্ষীরা থানার এল্লারচর বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আবু হোসেন অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচা করাকালে হাতেনাতে ১০০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। তার সহযোগী অপর আসামী এস এম মেজবাহ উদ্দিন (৩৫), পিতা-রইচ উদ্দীন, সা-পুরাতন সাতক্ষীরা (পশ্চিম পাড়া), থানা ও জেলা- সাতক্ষীরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবু হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাকে সঙ্গে নিয়ে ধারাবাহিক অভিযান চালিয়ে পুলিশ তার বসত ঘর হতে আরো ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে। ডিবি পুলিশ তার হেফাজত হতে সর্বমোট ৪০০পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ সুপার, সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসআই/মোঃ মনিরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান তত্ত¡াবধান করেন মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), সাতক্ষীরা ও ওসি, ডিবি ইয়াছিন আলম চৌধুরী। এ ঘটনায় আসামী ১। মোঃ আবু হোসেন এবং পলাতক আসামী ২। এসএম মেজবাহ উদ্দীনদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা করা হয়েছে, যার নং-৮৬ তারিখ-২৮/০৮/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)/৪১।
Leave a Reply