আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া বাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অনুকূলে বিশেষ অনুদানপ্রাপ্ত উদ্যোক্তা হাফিজুর রহমান সুজন এর পরিচালনায় কলারোয়া উপজেলার বেকার ও সুবিধা বঞ্চিত তরুণ ও তরুণীদের বিনামূল্যে ৩ ও ৬ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। সোনাবাড়িয়া হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ২০ সেপ্টেম্বর ২৩ ইং তারিখে ( বুধবার) সকল ১১ টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন – সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুর রউফ, সোনাবাড়িয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এম এ করিম। বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা ময়ঈদ্দীন গাজী সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শাকিলা ইয়াসমিন মেরী ও সহ সভাপতি শামীম,শিক্ষানবিশ ছাত্র ছাত্রী সহ আরো অনেকেই।আলোচনা অনুষ্ঠান শেষে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উদ্যোক্তা হাফিজুর রহমান সুজন বলেন ১৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে এলাকার বেকারত্ব দূর হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সকাল ও বিকালে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন আমি হাফিজুর রহমান সুজন ও মাজাহারুল হক মাসুম।
Leave a Reply