দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে থানা পুলিশের সাথে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ওয়ার্ল্ড ভিশন এবং সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে সুশীলনের কর্মকর্তা রাসেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হানিফ। এসময় উপস্থিত ছিলেন আাসিফ মাহমুদ, এসআই হাফিজ, এসআই নুর মোহাম্মাদ, এসআই আশিক রায়হান, পিএসআই মিঠুন, এএসআই রাশেদুল, সোহেল, আকিদুল, সুজিত বিশ্বাস, মোজাম্মেল সহ থানার সকল কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে দেবহাটা থানা সর্বদা কাজ করে যাছে। তাছাড়া থানা এলাকায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন সহ কোন অপরাধের খবর পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানা ভবনে নারী ও শিশু সুরক্ষায় হেলফ ডেস্ক স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নারী ও শিশু বিষয়ক আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন এবং সুশীলনের শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কর্মকান্ডে সর্বাত্বক আইনগত সহযোগীতার আশ্বাস দেন ওসি বিপ্লব কুমার সাহা।
Leave a Reply