শেখ আলী মোর্তজা শ্যামনগর: শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। বিশ্বের অন্যান্য দেশসহ বাংলাদেশের বিভিন্নস্থানের মত সাতক্ষীরা ও পাশ্ববর্তী এলাকায় ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শ্যামনগর থানার এস আই খবির হোসেন, শিক্ষক আশরাফুল ইসলাম, মনোদ্বীপ গায়েন প্রমুখ।
Leave a Reply