শ্যামনগর বূ্যুরো চীফ: সুন্দরবনে প্রবেশে তিন মাস নিষেধাজ্ঞা শেষ হতেই সুন্দরবনে প্রবেশ করল পর্যটক ও কাঁকড়া আহরণ, মাছ শিকারকারী জেলে। (১সেপ্টেবর ২০২৩) শুক্রবার সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ১৪টি ট্রলারের পাশ হয়েছে। প্রথম দিনে সুন্দরবনে পর্যটক প্রবেশ করেছে ১৮৩ জন।
সাতক্ষীরা রেঞ্জের চার স্টেশনে বিএলসি জমা হয়েছে মোট ২৮৫৪টি। একটি বিএলসিতে ২ থেকে ৪ জন জেলের নামে পাশ হয়েছে বলে জানান বনবিভাগ। এক সপ্তাহের মেয়াদ নিয়ে সুন্দরবনে গিয়েছে এসব জেলেরা। সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে প্রথম দিনে ৩০০টি পাশ নিয়ে ৭৫০ জন জেলে মাছ, কাঁকড়া শিকার করতে গিয়েছে। সরজমিনে বুড়িগোয়ালিনী স্টেশনে যেয়ে দেখা যায় জেলেরা লাইন ধরে পাশ নিচ্ছে।
বুড়িগোয়ালিনী ও গাবুরার জেলেদের কাছে তিন মাস পর সুন্দরবনে যাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, টানা তিন মাস পরে সুন্দরবনে বৈধ ভাবে প্রবেশ করে মাছ, কাঁকড়া আহরণ করবো এ জন্য খুশিতে আছি আমারা। বনবিভাগ থেকে পাশ নেওয়ার পরে জেলেদের নৌকা রেঞ্জ কর্মকর্তার ঘাটে যেয়ে চেক করার পরে এক একটি করে নৌকা ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে।
এবিষয়ে পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিটি নৌকায় বিএলসি নাম্বার দেখে এবং কোন নৌকায় অবৈধ জাল ও বিশের বোতল আছে কিনা আমারা এক একটি করে নৌকা চেক করে ছেড়ে দিয়েছি। তিনি আরো বলেন সকল জেলেদের বন বিভাগের নিদর্শনা মেনে চলার আহবান জানানো হয়েছে।
Leave a Reply