শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে আলি হাসান (১৭) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী কালিন্দী মাছ ধরার সময় প্রবল ¯্রােতে নৌকা উল্টে সে পানিতে তলিয়ে যায়। আলি হাসান পরানপুর গ্রামে রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, চাচাতো ভাইকে সাথে নিয়ে সকালে আলী হাসান কালিন্দী নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে নদীর তীব্র ¯্রােতে নৌকা উল্টে সে পানিতে তলিয়ে যায়। বহু খোজাখুজির পর নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। অপর জেলে নিহতের চাচাতো ভাই সাতার দিয়ে কিনারায় উঠতে সক্ষম হয়। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply