শিমুল হোসেন, কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইট সলিং এর রাস্তা বেহাল দশা দেখে কয়েক লক্ষ টাকা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন।কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি,সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন এর ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
মঙ্গলবার (২২ শে আগস্ট) বেলা ১১টায় সরজমিনে গিয়ে দেখা গেছে,বিষ্ণুপুর ইউনিয়নে বন্ধকাটি রবিউলের বাড়ি হইতে গাজীপাড়া, বন্ধকাটি রেজওয়ানের বাড়ি হইতে সরকার পাড়া,বন্ধকাটি জয়নালের বাড়ি হইতে চৌমুহনী, বন্ধকাটি মনায়ামের বাড়ি হইতে ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ি,পারুলগাছা হাজির মোড় হইতে আনসার উদ্দিনের দোকান,চাচাই খ্রিস্টান মিশন হইতে হাবিবুরের চায়ের দোকান ইট সলিং এর রাস্তা মেরামত করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,আমার ভাই কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই মাসে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে।বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ইটের সলিং এর রাস্তা বেহাল দশা দেখে, আমি ইউনিয়নের সন্তান হিসাবে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ অব্যাহত চলমান রেখেছি। আমার জন্য ইউনিয়ন ও এলাকাবাসী দোয়া করবেন।আমি এই ইউনিয়নে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী। আমার ভাই প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের জন্য দোয়া করবেন,মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
Leave a Reply