শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় সোমবার (২১ আগষ্ট) সকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা ভূমি অফিস সুত্রে প্রকাশ, কৈখালী ইউনিয়নের জাদা বাজার নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আব্দুল হাকিম নামক এক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
পরবর্তীকালে এ জাতীয় কাজ আর না করার শর্তে মুচলেকা সম্পাদন করা হয়। জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান বলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধভাবে বালু উত্তেলনের অভিযোগে জরিমানা করা হয় এবং জরিমানার টাকা স্পটে আদায় করা হয়েছে।
Leave a Reply