কালিগঞ্জ ব্যুরো চীফ: মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে। কালিগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশের লক্ষ্যে প্রস্তুতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৪ জুলাই) বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে। কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এর সঞ্চালনায়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক বাবলুর রহমান বাবলু, সম্মানিত অতিথি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নাণ্টু, বিশেষ অতিথি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন লিটন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, সহ সংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরুল ইসলাম মোড়ল।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বিপ্লব কুমার,ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান, রতনপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জি এম রাজু আহমেদ, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহাসিন রেজা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্তজা আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন” পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে এবং আপনারা কর্মী তৈরি করুন, যত বেশী কর্মী হবে যুবলীগ ততই বেশি শক্তিশালী হবে। যুবলীগের উদ্দেশ্য মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এ দেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply