এস,এম,ফিরোজ হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের মরহুম চেয়ারম্যান আজাদ আলী গাজী স্মৃতি স্মরণে রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে ৮ দলীয় চায়নিজবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন(শনিবার) “মাদককে না বলি, ক্রীড়াকে আঁকড়ে ধরি”-শ্লোগানের আওতায় বি,সি,এস আদর্শ যুব সংঘের আয়োজনে চায়নিজবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চিংড়াখালী বাবু নার্সিং পয়েন্ট ৬ -০ গোলে সোহেল সেভেন সাইট ফুটবল টিম কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা, বিশেষ অতিথি ০৬নং রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম,সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের পরিচালক ডাঃ শাহজাহান আলী, যুবলীগনেতা মোঃ আল মামুন (লিটন), ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন, ইউপি সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন। বি.সি.এস আদর্শ যুব সংঘের সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে বিজয়ী দলকে ৪হাজার টাকা ও রানার্স আপ দলকে ৩ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। কয়েক হাজার নারী পুরুষ প্রাণবন্ত খেলাটি উপভোগ করেন এবং খেলার মাঠটি সংস্কারের জন্য দাবী উপস্থাপিত হলে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা মাঠটি সংস্কারের জন্য প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলার পিতা ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজাদ আলী গাজী।
Leave a Reply