শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের এর অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিয়ার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয় ।সর্বমোট ২১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ফুটবল একটি,ক্রিকেট সেট দুইটি ব্যাট এবং একটি বল। এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি ফুটবল,ক্রিকেট সেট- ২টি ব্যাট একটি বল,একটি ভলিবল ও একটি নেট বিতরণ করা হয়।
ক্রিয়া সামগ্রীর বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান পৌরসভার রূপকার অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, প্রধান অতিথি তার বক্তব্য বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চা শিক্ষার্থীদের মন বিকাশিত করতে সহযোগিতা করবে, সেটা মাথায় রেখেই আজকে আমার এটা ছোট্ট একটি সহযোগিতা। তিনি আরোও বলেন খেলাধুলা শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মেলাবন্ধন ঘটানোর জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার মেহেদী লিটন, নওয়াবেকী মহাবিদ্যালয়। ডঃ আব্দুল মান্নান প্রধান শিক্ষক নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুস সাত্তার প্রধান শিক্ষক জবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিন হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, প্রকাশ চন্দ্র মন্ডলসহ ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণসহ ইউ,পি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে ইউনিয়ন পরিষদের ক্রিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের স্বাগত জানিয়ে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply