শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি দৈনিক গ্রামের কাগজের শ্যামনগর প্রতিনিধি মারুফ হোসেন মিলনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার ৬ জূন বিকেল ৫ টার সময় এঘটনায় ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদি যমুনা খাল খননের দাবি আন্দোলনে সোচ্চার ভূমিকায় ছিলেন মিলন। দীর্ঘদিন পরে মঙ্গলবার শুরু হয়েছে যমুনা খালের খননের কাজ। আজ মঙ্গলবার সকাল হতে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার মাইকিং করতে থাকে। বিকাল ৪ টা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। নকিপুর মহাশ্মশান থেকে যমুনা খাল খননের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার,শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার,প্রেসক্লার সভাপতি আলহাজ আকবর কবীর সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন । সংবাদ সংগ্রহ কালে নকিপুর গ্রামের মোকসেদ গাজীর ছেলে একাধিক মামলার আসামি সন্ত্রাসী রহমত আলী বাহিনীর তোপের মুখে পড়ে তখন কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে। এতে মারুফ হোসেন মিলন গুরুতর আহত হয়।প্রত্যক্ষদর্শীরা আরো জানান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সংবাদটি লাইভ করার সময় দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালালে গুরুতর আহত হয়ে বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় শ্যামনগর সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর ও সাংবাদিক জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply