উপক‚ল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকার এক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান অনিতা এন্টার প্রাইজের বালু ভর্তি প্লেসিং করা জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগে বালু ভর্তি, এ সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট প্রতিবেদক কে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সেই সাফ ঠিকাদার আইয়ুব আলী। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকার গিয়ে দেখা যায় জিও ব্যাক ভর্তির কাজে ব্যাপক নয়ছয় করছেন সাপ ঠিকাদার আইয়ুব আলীর নেতৃত্বে স্থানীয় শ্রমিক আমিনুর, আনিছুর, হাকিম সহ ১৩ জনের একটি দল। এক বছর আগে প্লেসিং করা পুরাতন জিও ব্যাগ কেটে বালু নিয়ে নতুন জিও ব্যাগে ভরাট করছেন তবে শ্রমিকরা এ ব্যাপারে কোন কথা বলতে রাজি নয়। এদিকে স্থানীয় কয়েকজন বলছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাদের সাথে যোগসাজশ না থাকলে এ ধরনের কাজ সম্ভাব কিভাবে হয় । ঘটনার দিন পানি উন্নয়ন বোর্ডের এস ও মাসুদ রানা বলেছিলেন এ শ্রমিকরা আমাদের সাইটে আর কাজ না করতে পারে সেই ব্যাবস্থা করা হবে এখনো পর্যন্ত কোন ব্যাবস্থা হয়েছে কি না স্থানীর লোকজনের বোধগম্য হচ্ছে না।
হুমকির বিষয় নিয়ে জানতে সাপ ঠিকাদার আইয়ুব আলীর কাছে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভাব হয়নি। আবার এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক দ্রæত ব্যাবস্থা নেওয়ার জন্য জোর দাবি করেন ।
Leave a Reply