এস, এম, ফিরোজ হোসেন শ্যামনগর ব্যুরো চীফ: মটর সাইকেল দূর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত)গুরুতর আহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারী( রবিবার) শ্যামনগর থেকে সাতক্ষীরা যাওয়ার পথে মৌতলা নামক স্থানে ২টি মটর সাইকেল মুখোমূখী সংঘর্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত), শ্যামনগরের মেলামাইন ডিলার বিলাল হোসেন, কলারোয়ার দামুদার কাটি গ্রামের শেখ শাহিন হোসেন মারত্মক আহত হয়েছেন। মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত) শ্যামনগর হাসপাতাল থেকে সাতক্ষীরায় স্থানান্তর করা হয়। সকলেই রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।
Leave a Reply