বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ডক্টর,স ডোর ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজমুল ইসলাম ও ডাক্তার তানিয়া সুলতানাকে আপত্তিকর অবস্থায় আটকের নামে ৫ লক্ষ বø্যাকমেল করে আদায়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টায় ডক্টরস ডোর এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯ টার দিকে ডাক্তার তানিয়া ডক্টর,স ডোরে অবস্থান করেন। এসময় স্থানীয় কয়েকজন বখাটে আচমকা ক্লিনিক ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে তারা দাবি করেন ওই প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল ইসলাম ও ডাক্তার তানিয়া সুলতানাকে একটি কক্ষ থেকে আটক করা হয়েছে। এসময় তাদেরকে হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে ১০ লক্ষ টাকা দাবি করে ওই বখাটে চাঁদাবাজরা। পরবর্তীতে শুরু হয় দর কষাকষি। রাত ৯ টার সময় আটকের পরে পুলিশের উপস্থিতিতে ওই দিন রাত ৩ টার সময় ৫ লক্ষ টাকা দিতে রাজি হয় পরিচালক ও ডাক্তার। তবে ওই রাতে চাঁদাবাজদের দিতে হয় নগদ ১ লক্ষ টাকা ও ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করতে ৪ লক্ষ টাকা। বিষয়টি সম্পর্কে ডক্টর,স ডোর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাজমুল ইসলাম জানান,ডাক্তার তানিয়া সুলতানা রাত ৯ টার সময় তাদের ডায়াগনস্টিক সেন্টারে একজন রোগীকে আলট্রসনা করতে এসেছিলেন। পরবর্তীতে কয়েকজন বখাটে চাঁদাবাজ তার ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে স্টাফদের মারপিট করতে থাকে। পরবর্তীতে তারা বলে একজন মহিলা ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে প্রবেশ করেছে। এসময় তার স্টাফরা বলেন যিনি ভেতরে আছেন তিনি ডাক্তার তানিয়া। তিনি ছিলেন নিচ তলায় তার অফিস কক্ষে ডাক্তার তানিয়া ছিলেন দোতলায়। পরবর্তীতে ওই চাঁদাবাজরা তাদের জিম্মি করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে তিনি ৫ লক্ষ টাকা দিতে রাজি হন । তবে নগদ ২ লক্ষ টাকা ও চেকের মাধ্যমে ৩ লক্ষ টাকা দেওয়ার কথা প্রতিবেদকের কাছে স্বীকার করেন তিনি। এছাড়া চাঁদাবাজদের ভয়ে তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান তিনি। বিষয়টি সম্পর্কে ডাক্তার তানিয়া সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন,রোগী দেখার জন্য সে রাত নয়টার সময় ডক্টর,স ডোর ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলেন। এসময় হঠাৎ কিছু বখাটে সেখানে প্রবেশ করে তাকে জিম্মি করে ফেলে। কোন কারণ ছাড়াই তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। পরবর্তীতে ১ লক্ষ টাকা আদায় করে রাত ৩ টার সময় চাঁদাবাজরা তাকে ছেড়ে দেন। এছাড়া ঘটনা স্থলে শ্যামনগর থানা পুলিশের উপপরিদর্শক আশরাফ হোসেন ও দিপক মন্ডল হাজির হয়ে তাদেরকে উদ্ধার করেন বলে জানান প্রত্যক্ষ দর্শীরা।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ডাক্তার তানিয়া ও নাজমুল ইসলামকে উদ্ধার করে। তবে তাদেরকে আপত্তি অবস্থায় পাওয়া যায়নি বলে জানান। এছাড়া তিনি আরো জানান ৫ লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যম দিয়ে শুনেছেন। অভিযোগ পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি।
Leave a Reply