কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহা, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী প্রশান্ত পাল, ইউপি সদস্য এরশাদ আলী, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য-এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩২লাখ টাকা ব্যায়ে এই নতুন ভবন উদ্বোধন করা হয়।
Leave a Reply