লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধিঃআশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের ধানক্ষেতে বিদ্যুত লাইনের তারে জড়িয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলেন রশিদ গাজী (২৫) ও ইদ্রিস আলী সরদার (২৬)। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার গোদাড়া গ্রামের বাবু পাঁড়ের ছেলে কবির পাঁড়ে তার ক্ষেতে বিদ্যুতের সচল কেবল রেখেছিলেন।
সরেজমিন জানা যায়, গোদাড়া বিলে কবির ইঁদুর মারার জন্য কাউকে না জানিয়ে ধানক্ষেতের আইলের ওপর দিয়ে বিদ্যুৎ লাইন দিয়ে রাখেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোদাড়া গ্রামের মোস্তফা গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী ও গোলাম রসুল সরদারের ছেলে ইদ্রিস আলী সরদার মাছ ধরার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিলেন।
রাতে যাওয়ার পথে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার ১৭ সেপ্টেম্বর সকালে ওই দুই যুবক না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সকাল আনুমানিক সাতটার দিকে জমির মালিক তার ধানক্ষেতে সার দিতে গিয়ে দেখেন, দুই যুবকের মৃতদেহ পড়ে আছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হন।
ওই যুবকদের পরিবারের লোকজন খবর পেয়ে দ্রæত দুর্ঘটনাস্থলে এসে মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় তারা ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেনকে জানালে তিনি থানায় খবর দেন। ধানক্ষেতের মালিক কবির নিজের অপরাধ স্বীকার করে আশাশুনি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। বর্তমান তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পুলিশ পাঠিয়ে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। জমির মালিক থানাহাজতে আছে।’ এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Leave a Reply