শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সরকারী নির্দেশনা মোতাবেক জুন, জুলাই ও আগস্ট মাসে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকার পরও অবৈধভাবে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে প্রবেশ করে নদী থেকে শিকারকৃত ২০০ কেজি চিংড়ি মাছসহ একটি নৌকা আটক করেছে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৮ আগস্ট) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছসহ নৌকাটি জব্দ করা হয়। কোবাদক স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ঐ নৌকা থেকে ৩ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে।
Leave a Reply