শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে যতগুলো ক্ষেত্রে আলোচিত এবং আলোকিত তার মধ্যে অন্যতম সুন্দরবন। সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সব চাইতে বড় ম্যানগ্রোভ বনভূমি এই বনভূমি গঙ্গা-ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত। সুন্দরবন এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল “বা সুন্দর বনভূমি সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের মতে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ হয়েছে। এই সুন্দরবন ভারত এবং বাংলাদেশ উভয় দেশে বিস্তৃতি। বাংলাদেশের অংশে আছে বর্তমান এর ভূমির আয়তন ৪১৪৩ বর্গ কিলোমিটার ৬২% এলাকা। সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী অঞ্চল। বন বিভাগের হিসাব মতে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ ১২০ প্রজাতির মাছ ২৭০ প্রজাতির পাখি ৪২ প্রজাতির স্তন্যপায়ী ৪৫ প্রজাতির সাপ এবং ৮ প্রজাতির উভচর আবাসস্থল রয়েছে এই বনে। উভচর প্রাণী কুমির এবং রয়েল বেঙ্গল টাইগার নামক বাঘ বিশ্ব বিখ্যাত। কিন্তু এই বাঘ কুমিরের সংখ্যা দিনকে দিন কমে আসছে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির গবেষণা মতে প্রতি বছর প্রায় ৮০ থেকে ১০০ টি চিত্রা হরিণ একশ্রেণীর চোরাশিকারি হরিণ শিকারে সক্রিয় হরিণের পাশাপাশি সুন্দরবনের ভয়ঙ্কর প্রাণী খ্যাত রয়েল বেঙ্গল টাইগার বাঘ নিধনে এসব শিকারীরা লিপ্ত। তাছাড়া নানা ধরনের বৃক্ষ নিধন করে চলেছে।
বাংলাদেশের গর্বের প্রতীক সুন্দরবনের প্রাণ হাজার হাজার প্রজাতির বৃক্ষ প্রাণীকুল নিধনে নেমেছে একশ্রেণীর বন খেকোরা এদের থেকে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
Leave a Reply