1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা রেঞ্জের ইকবাল হোসাইন চৌধুরীর সহযোগিতায় ৬৫ জেলেকে উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

সাতক্ষীরা রেঞ্জের ইকবাল হোসাইন চৌধুরীর সহযোগিতায় ৬৫ জেলেকে উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

উপকূলীয় প্রতিনিধি: গত কয়েক দিনে দুর্যোগপুর্ন আবহাওয়া বঙ্গপোসাগরে মাছ ধরাতে যাওয়া জেলেরা বিপাকে পড়ে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আওতায় স্মার্ট পেট্রোলিং টিমের নিয়মিত টহল কালে তাদের অবস্থা দেখে মানবিক সহযোগিতা এগিয়ে আসার কারনে ঘর ফিরতে সক্ষম হয়েছে ৬৫ জেলে। উদ্ধার কৃত জেলের মধ্যে আল্লারদান ফিশিং নৌকার মাঝি নাসির জানান, আমরা সাগরে মাছ ধরতে গিয়ে আবহাওয়ার সমস্যার কারনে স্বাভাবিক পরিস্থিতির অবনতি হওয়ায় যাওয়ায় আমরা ভাসতে ভাসতে আসার সময়ে বন বিভাগের মানবিক সহযোগিতার কারনে আজ আমরা ঘরে ফিরতে পেরেছি। এ বি ভাই ভাই সহ উদ্ধার কৃত জেলেরা জানান বন বিভাগের এই সহযোগিতায় আমাদের উদ্ধার এর পর খাদ্য সহয়তা সহ সকল সুবিধা প্রদান করায় আমরা খুশী।
এ বিষয়ে ২১/০৮/২২ রবিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে সহকারী বন সংরক্ষণ এম কেএম ইকবাল হোসাইন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর সুযোগ্য বিভাগীয় বন কর্মকর্তা, জনাব ড. আবু নাসের মোহসিন হোসেন মহোদয়ের নির্দেশনায়, সহাকারী বন সংরক্ষক, জনাব এম. কে. এম ইকবাল হোছাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ এর তত্ত্বাবধানে সাতক্ষীরা স্মার্ট পেট্রোলিং টিম-০২ এর টিম লিডার জনাব স্বাদ আল জামি এর নেতৃত্বে নিয়মিত টহলকালে ২০/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ শনিবার আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় মালঞ্চ নদী হয়ে খোবরাখালীর ভারানী থেকে মাহমুনা নদীর দিকে যাওয়ার পথে স্মার্ট টিম ট্রলার দেখতে পায়। স্মার্ট টিম ফিশিং ট্রলারের কাছাকাছি গেলে তারা কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলতে থাকে যে, “আমাদের ০৫ (পাঁচ) টি ফিশিং ট্রলারের মধ্যে ০২ টি ট্রলার সাগরের বড় বড় ঢেউ, প্রবল প্রোত ও ঝড়ো হাওয়ার আঘাতে পানিতে ডুবে যায়। ০২ টি ট্রলারের মধ্যে ২০-২৫ জন জেলে ছিল। আমাদের সামনেই ০২ টি ট্রলার ডুবে যায় এবং আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা কিভাবে এখানে এসেছি তা আমরা নিজেও জানিনা। আমাদের প্রয়োজনীয় খাবার পানির সংকট রয়েছে। ” তাৎক্ষনিক ভাবে জনাব স্বাদ আল জামি, স্মার্ট পেট্রোলিং টিম লিডার-০২ ট্রলারসহ জেলেদেরকে নিজ হেফাজতে নিয়ো রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ মাহোদয়ের সাথে যোগাযোগ করেন। রেঞ্জ কর্মকর্তার নির্দেশনাক্রম জেলেদেরকে উদ্ধার পূর্বক রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। উদ্ধারকৃত ট্রলার সমূহের মধ্যে দুইটিতে ১৫(পনের) জন করে ৩০ (ত্রিশ) জন এবং একটিতে ১১ (এগার) জনসহ মোট ৪১ (একচল্লিশ) জন আছে। ০৩(তিন) টি ট্রলারের নাম এফ.বি. মায়ের দোয়া, এফবি লাকি ও এফ.বি.ভাই ভাই। তাছাড়াও ২০/০৮/২০১২খ্রিঃ তারিখ রোজ শনিবার সন্ধ্যা আনু: ০৮:০০ ঘটিকার সময় স্মার্ট টিম হলদে বুনিয়া রায়মঙ্গল নদী হতে ভাসমান ২৪ (চব্বিশ) জন জেলেকে উদ্ধার করে হলদেবুনিয়া অফিস হেফাজতে নিয়ে আসেন ও তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তাকে ওয়্যারলেস বার্তায় অবহিত করেন। রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বাকি ২৪ (চব্বিশ) জন জেলেকে হলদেবুনিয়া হতে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। জেলেদের নিকট হতে জানা যায় যে, ১৯/০৮/২০১২ খ্রিঃ তারিখ নিম্নচাপের প্রভাবের কারণে তার দুর্বিপাকে পড়েন। এছাড়াও সাতক্ষীরা রেঞ্জের অন্যান্য টহল ফাঁড়িও উদ্ধার কাজে নিয়োজিত আছেন। আরও উদ্ধার হলে আপনাদেরকে অবহিত করা হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সকল স্টেশন ও ক্যাম্পের কর্মকর্তা/ কর্মচারীগণ জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মত ভয়াবহ প্রাকৃকিত দুর্যোগের মধ্যেও নদী বেষ্ঠিত সুন্দরবন রক্ষার কাজে সর্বদা নিয়োজিত আছেন। এ সাফল্য বন বিভাগ, তথা সরকারের। আপনারা সংবাদ কর্মী ভাই ও বোনেরা এ সংক্রান্ত আরোও তথ্য সরবরাহ করলে আমরা তড়িৎ উদ্ধার কাজে অংশ গ্রহণ করব। সুন্দরবন সব সময় নিজের বুঝ পেতে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে আমাদের জান মাল রক্ষা করে। তাই সুন্দরবনকে রক্ষার দায়িত্ব আমাদের সবার। সংবাদ সম্মেলনে অংশ গ্রহন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জয় বাংলা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd