নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখা ও জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার নির্বাহী সদস্য রুমা রানী বরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকসেদ আলী, কম্পিউটার প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, প্রশিক্ষক নকশি প্রকল্প মর্জিনা খাতুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদস্য রিক্তা, তৈয়েবাসহ জেলা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থার সকল ট্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply